১০ অক্টোবর কালনায় মধুমতি সেতুর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানীর কালনা পয়েন্টে মধুমতি সেতুর উদ্বোধন করা হবে ১০ অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের পরিচালক (পিডি) শ্যামল ভট্টাচার্য।

গত ২২ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই সেতু পরিদর্শনে আসেন। সেদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেছিলেন, অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন।

গত ২৫ জুন পদ্মা সেতু চালু হওয়ার পর যশোর ও নড়াইলসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে কালনা সেতু নিয়ে আগ্রহ বেড়েছে। পদ্মা সেতু পার হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রবেশদ্বার হবে কালনাঘাট। এ অঞ্চলের মানুষ ওই সেতু উদ্বোধনের প্রহর গুনছে। দৃষ্টিনন্দন এ সেতু হতে যাচ্ছে দেশের প্রথম ৬ লেনের সেতু। এ সেতুর

পশ্চিম পারে নড়াইলের লোহাগড়া উপজেলা এবং পূর্ব পারে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা।

কালনা সেতুর প্রকল্প ব্যবস্থাপক ও সওজ নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, গাড়ি চলার জন্য পুরোপুরি প্রস্তুত সেতুটি। টোল প্লাজার সব কাজ উদ্বোধনের আগেই শেষ হবে। তবে সেতুতে ল্যাম্পপোস্ট দুই-তিন দিনের মধ্যেই বসানো শেষ হবে বলেও জানান ওই কর্মকর্তা।

সওজের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাইকার অর্থায়নে এ সেতু নির্মিত হয়েছে। জাপানের টেককেন করপোরেশন ও ওয়াইবিসি এবং বাংলাদেশের আবদুল মোনেম লিমিটেড যৌথভাবে এ সেতুর ঠিকাদার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের জানুয়ারি মাসে সেতুর কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

প্রকল্পের কর্মকর্তারা জানান, সেতুর মাঝখানে বসানো হয়েছে ১৫০ মিটার স্টিলের দীর্ঘ স্প্যান। নেলসন লোস আর্চ টাইপের (ধনুকের মতো বাঁকা) এ স্প্যানটি তৈরি হয়েছে ভিয়েতনামে। ওই স্প্যানের উভয় পাশের অন্য স্প্যানগুলো পিসি গার্ডারের (কংক্রিট)। ৬ লেনের এ সেতু হবে এশিয়ান হাইওয়ের অংশ। চারটি মূল লেনে দ্রুতগতির ও দুটি লেনে কম গতির যানবাহন চলাচল করবে। সেতুর দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭ দশমিক ১০ মিটার। উভয় পাশে সংযোগ সড়ক ৪ দশমিক ২৭৩ কিলোমিটার, যার প্রস্থ ৩০ দশমিক ৫০ মিটার। সেতু নির্মাণে মোট ব্যয় হয় ৯৫৯ দশমিক ৮৫ কোটি টাকা।

২০১৮ সালের ২৪ জুন ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সেতু কর্তৃপক্ষের কার্যাদেশ চুক্তি হয়। একই সালের ৫ সেপ্টেম্বর কার্যাদেশ দেওয়া হয়। তখন থেকে ৩৬ মাস ছিল মেয়াদকাল। প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

সওজ ও পরিবহনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সেতু চালু হলে নড়াইল, যশোর, বেনাপোল স্থলবন্দর ও খুলনা থেকে ঢাকায় যাতায়াতকারী পরিবহন মাগুরা-ফরিদপুর হয়ে যাতায়াতের পরিবর্তে কালনা হয়ে যাতায়াত করতে পারবে। এতে বেনাপোল ও যশোর থেকে ঢাকার দূরত্ব ১১৩ কিলোমিটার, খুলনা-ঢাকার দূরত্ব ১২১ কিলোমিটার এবং নড়াইল-ঢাকার দূরত্ব ১৮১ কিলোমিটার কমবে।

admin

Recent Posts

<h4><span style='color:#DF0101;'</span>বিজয় দিবস উপলক্ষে<h2><span style='color:#000000;'</span>গোপালগঞ্জে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প</h2>

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:- মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আশার…

6 days ago

বাটলু নদীতে ধরা পড়ল ৩৩ কেজির দাতিনা কোরাল

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাটলু নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের…

1 week ago

কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধে মারধর-ভাঙচুরের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জের ধরে শামেলা বেগম (৬৫) নামে এক নারীকে…

2 weeks ago

<h4><span style='color:#DF0101;'</span>বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ<h2><span style='color:#000000;'</span>কাশিয়ানীতে স্ত্রীর স্বীকৃতি না পেয়ে তরুণীর মামলা</h2>

নিজস্ব প্রতিবেদক:- বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রাজিব শেখ (২৫) নামে এক…

2 weeks ago

নিখোঁজ ভ্যানচালকের ‘ফেরার অপেক্ষায়’ পরিবার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে তামিম মোল্যা (২০) নামে এক ভ্যানচালক নিখোঁজ হয়েছেন। এক সপ্তাহ…

2 weeks ago

কাশিয়ানীতে প্রাইভেটকার ডোবায় পড়ে চালক নি’হ’ত

নিউজ ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে গিয়ে চালক পলাশ মোল্লা…

2 weeks ago